জীববিজ্ঞানের সকল শর্টকাট ট্রিকস || ছন্দে ছন্দে জীববিজ্ঞান || জীববিজ্ঞানের ছন্দ
জীববিজ্ঞানের সকল শর্টকাট ট্রিকসের মাধ্যমে খুব সহজেই জীববিজ্ঞানের কঠিন বিষয়গুলো মনে রাখা সম্ভব। আজ আমি তোমাদের দেখাবো কিভাবে ছন্দে ছন্দে জীববিজ্ঞান শিখতে হয়। এই কন্টেন্টে তোমাদেরকে জীববিজ্ঞানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছন্দের মাধ্যমে লিখে দিবো। এতে তোমরা সহজেই সেগুলো মনে রাখতে পারবে।
ঝিল্লিবদ্ধ অঙ্গানু | ছন্দ | |
---|---|---|
মাইটোকন্ড্রিয়া | মা | |
এন্ডোপ্লাজমিক | এরা | |
পারঅক্সিজম | পা | |
গলজি বডি | গ | |
লাইসোজোম | ল | |
ভ্যা | ভ্যাকুল | |
ভে | ভেসিকল |
অবিভাজিত কোষ | ছন্দ |
---|---|
পেশি কোষ | প |
লাল রক্ত কোষ | লা |
স্নায়ু কোষ | স |
স্থায়ী উদ্ভিদ কোষ | স |
কোষ নিঃসৃত পদার্থ | ছন্দ |
---|---|
পিগমেন্ট | P |
এনজাইম | E |
নেকটার | N |
DNA ভাইরাস | ছন্দ |
---|---|
TIV | টিপুর |
ভ্যাক্সিনিয়া | ভাই |
টি টু ভাজ | টিটু |
ভ্যাক্সিনিয়া | ভ্যানিলা |
হার্পিস সিমপ্লেক্স ও হেপাটাইটিস বি | হতে |
ফুলকপির মোজাইক | ফ্রান্সে |
এডিনো | এলো |
সাইনোভিয়াল অস্থিসন্ধি | ছন্দ |
---|---|
হিন্জ | হে |
প্লেইন | প্রিয়া |
কন্ডাইলার | কেনো |
ইলিপসয়েড | এলে |
স্যাডল | সন্ধ্যা |
বল ও কোটর | বেলা |
পিভট | পরে |
কার্পাল অস্থি | ছন্দ |
---|---|
স্ক্যাফয়েড | She |
লুনেট | Looks |
ট্রাইকুয়েট্রাল | To |
পিসিফর্ম | Pretty |
ট্রাপিজিয়াম | Try |
ট্রাপিজয়েড | To |
ক্যাপিটেট | Catch |
হ্যামেট | হের |
"অলস অপু এখন ট্রাকে,তাই আব্দুল ফয়সাল অদিত গাল ভরে শুধু হাসে"
*অলস - অলফ্যাক্টরি
*অপু - অপটিক
*এখন - অকুলোমোটর
*ট্রাকে - ট্রকলিয়ার
*তাই - ট্রাইজেমিনাল
*আব্দুল - অ্যাবডুসেন্স
*ফয়সাল - ফ্যাসিয়াল
*অদিত - অডিটরি
*গাল - গ্লসোফ্যরিঞ্জিয়াল
*ভরে - ভেগাস
*শুধু - স্পাইনাল অ্যাকসেসরি
*হাসে – হাইপোগ্লসাল
২য়ঃ ব্যাকটেরিয়া ঘটিত রোগ মনে রাখার ছন্দ:-
”যগা টি এ সি ফাঁড়ির পাশে লাল মুরগির ডিম নেয় তাইতো বল্টু হেসেহেসে গান করে”
*যগা-যক্ষা
*টি- টিটেনাস
*এ- এনথ্রাক্স
*সি- সিফিলিস
*ফাঁড়ির- ফোড়া
*পাশে- প্যারাটাইফয়েড
*লাল- লেপ্রোসি
*মুরগির- মেনিনজাইটিস
*ডিম- ডিপথেরিয়া
*নেয়- নিউমোনিয়া
*তাইতো- টাইফয়েড
*বল্টু- বটুলিজম
*হেসেহেসে- হুপিংকাশি
*গান- গনেরিয়া
*করে- কলেরা