জীববিজ্ঞানের সকল শর্টকাট ট্রিকস || ছন্দে ছন্দে জীববিজ্ঞান || জীববিজ্ঞানের ছন্দ

জীববিজ্ঞানের সকল শর্টকাট ট্রিকসের মাধ্যমে খুব সহজেই জীববিজ্ঞানের কঠিন বিষয়গুলো মনে রাখা সম্ভব। আজ আমি তোমাদের দেখাবো কিভাবে ছন্দে ছন্দে জীববিজ্ঞান শিখতে হয়। এই কন্টেন্টে তোমাদেরকে জীববিজ্ঞানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছন্দের মাধ্যমে লিখে দিবো। এতে তোমরা সহজেই সেগুলো মনে রাখতে পারবে।



কোষ এর ঝিল্লিবদ্ধ অঙ্গানু সমূহের ক্ষেত্রে:-
ছন্দ ১:-মা এরা পাগল শুধু ভ্যা ভ্যা করে।
ঝিল্লিবদ্ধ অঙ্গানুছন্দ
মাইটোকন্ড্রিয়ামা
এন্ডোপ্লাজমিকএরা
পারঅক্সিজমপা
গলজি বডি
লাইসোজোম
ভ্যাভ্যাকুল
ভেভেসিকল
যে সব কোষ কখনও বিভাজিত হবে না:-
ছন্দ ২:-পলাস।
অবিভাজিত কোষছন্দ
পেশি কোষ
লাল রক্ত কোষলা
স্নায়ু কোষ
স্থায়ী উদ্ভিদ কোষ
কোষ থেকে নিঃসৃত রাসায়নিক পদার্থ সমূহ:-
ছন্দ ৩:-PEN
কোষ নিঃসৃত পদার্থছন্দ
পিগমেন্টP
এনজাইমE
নেকটারN
DNA সমৃদ্ধ ভাইরাস:-
ছন্দ ৪:-টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো।
DNA ভাইরাসছন্দ
TIVটিপুর
ভ্যাক্সিনিয়াভাই
টি টু ভাজটিটু
ভ্যাক্সিনিয়াভ্যানিলা
হার্পিস সিমপ্লেক্স ও হেপাটাইটিস বিহতে
ফুলকপির মোজাইকফ্রান্সে
এডিনোএলো
সাইনোভিয়াল অস্থিসন্ধি সমূহ:-
ছন্দ ৫:-হে প্রিয়া কেনো এলে সন্ধ্যা বেলা পরে।
সাইনোভিয়াল অস্থিসন্ধিছন্দ
হিন্জহে
প্লেইনপ্রিয়া
কন্ডাইলারকেনো
ইলিপসয়েডএলে
স্যাডলসন্ধ্যা
বল ও কোটরবেলা
পিভটপরে
কার্পাল অস্থি সমূহ:-
ছন্দ ৬:-She Looks Too Pretty Try To Catch Her।
কার্পাল অস্থিছন্দ
স্ক্যাফয়েডShe
লুনেটLooks
ট্রাইকুয়েট্রালTo
পিসিফর্মPretty
ট্রাপিজিয়ামTry
ট্রাপিজয়েডTo
ক্যাপিটেটCatch
হ্যামেটহের





জীববিজ্ঞানের শর্টকাট ট্রিকস 
উদ্ভিদবিজ্ঞান শর্টকাট ট্রিকস 
মনে রাখার ছন্দ
Biology Short cut tricks in Bangla
Biology 1st Paper shortcut tricks 
Biology 2nd paper shortcut tricks 

জীববিজ্ঞান মনে রাখার কৌশল
 কোষ রসায়ন:
________________________________
সরল প্রোটিনসমূহ মনে রাখার টেকনিক:
"আলমারির গেট খুলে প্রথমে
পেলাম
স্কেল গ্লোব হিস্টোরি বই"
আলমারি - অ্যালবুমিন
গেট - গ্লুটেলিন
খুলে - ছন্দ মিলের জন্য
প্রথমে - প্রোটামিন
পেলাম - প্রোলামিন

স্কেল - স্কেলেরোপ্রোটিন
গ্লোব - গ্লোবিউলিন
হিস্টোরি - হিস্টোন
___________________________________
অত্যাবশ্যকীয় অ্যামাইনো
অ্যাসিডের
ছন্দ :
"PVT TIM HALL"
P → ফিনাইল অ্যালানিন
V → ভ্যালিন
T → ট্রিপ্টোফ্যান
T → থ্রিওনিন
I → আইসোলিউসিন
M → মিথিওনিন
H → হিস্টিডিন
A → আরজিনিন
L → লাইসিন
L → লিউসিন
.
★ কঠিন জিনিস সহজে মনে রাখার
কৌশল-
৮টি এসেনশিয়াল এমিনো এসিড
সমূহ মনে রাখার ছন্দ:
"লাইলি আইসো মাথায় ফিতা ও
ভালো টিপ পরে "
লাই = লাইসিন
লি = লিউসিন
আইসো = আইসোলিউসিন
মা=মেথিওনিন
থা = থিওনিন
ফিতা = ফিনাইল আলানিন
ভালো = ভ্যালিন
টিপ = ট্রিপ্টোফ্যান


জীববিজ্ঞানের শর্টকাট ট্রিকস 
উদ্ভিদবিজ্ঞান শর্টকাট ট্রিকস 
মনে রাখার ছন্দ
Biology Short cut tricks in Bangla
Biology 1st Paper shortcut tricks 
Biology 2nd paper shortcut tricks 
জীববিজ্ঞান মনে রাখার কৌশল



"অলস অপু এখন ট্রাকে,তাই আব্দুল ফয়সাল অদিত গাল ভরে শুধু হাসে"
*অলস - অলফ্যাক্টরি
*অপু - অপটিক
*এখন - অকুলোমোটর
*ট্রাকে - ট্রকলিয়ার
*তাই - ট্রাইজেমিনাল
*আব্দুল - অ্যাবডুসেন্স
*ফয়সাল - ফ্যাসিয়াল
*অদিত - অডিটরি
*গাল - গ্লসোফ্যরিঞ্জিয়াল
*ভরে - ভেগাস
*শুধু - স্পাইনাল অ্যাকসেসরি
*হাসে – হাইপোগ্লসাল

 

২য়ঃ ব্যাকটেরিয়া ঘটিত রোগ মনে রাখার ছন্দ:-

”যগা টি এ সি ফাঁড়ির পাশে লাল মুরগির ডিম নেয় তাইতো বল্টু হেসেহেসে গান করে”

*যগা-যক্ষা
*টি- টিটেনাস
*এ- এনথ্রাক্স
*সি- সিফিলিস
*ফাঁড়ির- ফোড়া
*পাশে- প্যারাটাইফয়েড
*লাল- লেপ্রোসি
*মুরগির- মেনিনজাইটিস
*ডিম- ডিপথেরিয়া
*নেয়- নিউমোনিয়া
*তাইতো- টাইফয়েড
*বল্টু- বটুলিজম
*হেসেহেসে- হুপিংকাশি
*গান- গনেরিয়া
*করে- কলেরা

 



জীববিজ্ঞানের শর্টকাট ট্রিকস 
উদ্ভিদবিজ্ঞান শর্টকাট ট্রিকস 
মনে রাখার ছন্দ
Biology Short cut tricks in Bangla
Biology 1st Paper shortcut tricks 
Biology 2nd paper shortcut tricks 

জীববিজ্ঞান মনে রাখার কৌশল

Next Post
No Comment
Add Comment
comment url